Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

গাংনীতে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীতে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে লাল্টু মিয়া (৩৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টায় গাংনী ঈদগাহপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত লাল্টু মিয়া মহিলা কলেজপাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, গাংনী ঈদগাহপাড়ার জাকিউল ইসলাম মাস্টারের বাড়ির ছাদে কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে নিচে পড়ে যান লাল্টু মিয়া। এ সময় উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের পরিবারের লোকজন বলেন, লাল্টু মূলত পেশায় একজন ট্রাকচালক ও বালু ব্যবসায়ী। তিনি কিছুদিন যাবৎ ছাদ ঢালাইয়ের লোহার সরঞ্জাম ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। কয়েক দিন আগে জাকিউল মাস্টারের কাছে ছাদ ঢালাইয়ের লোহার সরঞ্জাম ভাড়া দেন তিনি। সেসব সরঞ্জাম খোলার সময় এ দুর্ঘটনা ঘটে। 

গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সীমা বলেন, হাসপাতালে আনার আগেই লাল্টু মিয়া মারা যান। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

বদনাম ঘোচাতে কঠোর, তবু থামছে না দখল

গ্যাস পাইপলাইন রুট পরিবর্তনের প্রতিবাদ, খুলনা অচল কর্মসূচির হুমকি

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে’

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

মাগুরায় শিশু ধর্ষণ: ভগ্নিপতিসহ ৪ জনকে আসামি করে মামলা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতা নিহত

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে