মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে লাল্টু মিয়া (৩৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টায় গাংনী ঈদগাহপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত লাল্টু মিয়া মহিলা কলেজপাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গাংনী ঈদগাহপাড়ার জাকিউল ইসলাম মাস্টারের বাড়ির ছাদে কাজ করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে নিচে পড়ে যান লাল্টু মিয়া। এ সময় উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের লোকজন বলেন, লাল্টু মূলত পেশায় একজন ট্রাকচালক ও বালু ব্যবসায়ী। তিনি কিছুদিন যাবৎ ছাদ ঢালাইয়ের লোহার সরঞ্জাম ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। কয়েক দিন আগে জাকিউল মাস্টারের কাছে ছাদ ঢালাইয়ের লোহার সরঞ্জাম ভাড়া দেন তিনি। সেসব সরঞ্জাম খোলার সময় এ দুর্ঘটনা ঘটে।
গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সীমা বলেন, হাসপাতালে আনার আগেই লাল্টু মিয়া মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।