হোম > সারা দেশ > খুলনা

মুদি দোকানে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে অগ্নিকাণ্ডে আমিনুর রহমান মুন্সি (১৭) নামের এক কিশোর মারা গেছে। এ সময় আরও দুজন দগ্ধ হয়েছেন। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার কামারগাতি গ্রামে বাগেরহাট-চিতলমারী সড়কের পাশের মো. বাচ্চু শেখের দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানটিতে মুদি সামগ্রীর পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও ডিজেল-পেট্রল বিক্রি করা হতো। 

নিহত আমিনুর কচুয়া উপজেলার ধোপাখালি এলাকার রেজাউল মুন্সির ছেলে। দগ্ধ হাবিবুর রহমান শেখ (২০) একই এলাকার লুৎফর রহমান শেখের ছেলে এবং হৃদয় ওরফে অন্তর শেখ (১৮) একই এলাকার মৃত সোমেল শেখেরে ছেলে। দোকান মালিক বাচ্চু হৃদয় শেখের দাদা হন। 

অগ্নিকাণ্ড দগ্ধ তিনজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় আমিনুর ও হাবিবুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমিনুর রহমানের মৃত্যু হয়। এ ছাড়া হাবিবুর রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হৃদয় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা এস এম আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। দোকানের ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন মারা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুনে ওই ব্যবসায়ীর অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি