খুলনার পাইকগাছা উপজেলায় এক গৃহবধূকে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু নিশ্চিত করে ধানখেতের আইলে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাই গ্রামে। সে ধামরাই গ্রামের মীর ওবাইদুল্লার স্ত্রী তাজমীরা বেগম (৩৮)।
মঙ্গলবার সকালে পুলিশ ধানখেতের আইল থেকে লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাজমীরা বেগমের স্বামী মীর ওবায়দুল্লাহ বলেন, ‘মঙ্গলবার ভোরে আমার স্ত্রী ঘরের বাইরে আসে। পরে সে ফিরে না আসায় খুঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির অদূরে ধানখেতের আইলে তাঁকে দেখতে পাই। তাঁকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে গেছে কে বা কারা।’
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সাড়ে ৬টার দিকে সংবাদ পাই ধামরাইয়ে ধানখেতের পাশে একটি লাশ পড়ে আছে। তাৎক্ষণিক সেখানে যাই এবং লাশটি উদ্ধার করি। লাশের গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের ৩টি চিহ্ন রয়েছে। কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার তদন্ত চলছে। নিহতের স্বামী মীর ওবায়দুল্লাহ ও তাঁর ছোট ভাই শহিদুল্লাহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’