Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

স্লুইসগেট দিয়ে লবণ পানি তোলায় বোরো ধান নষ্টের অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

স্লুইসগেট দিয়ে লবণ পানি তোলায় বোরো ধান নষ্টের অভিযোগ

পাইকগাছায় সরকারি নির্দেশনা অমান্য করে স্লুইসগেট দিয়ে লবণ পানি তোলায় প্রায় ৫০০ বিঘা বোরো ধান নষ্ট হয়ে গেছে। তাতে ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকার মতো বলে দাবি কৃষদের। এ বিষয়ে জমির মালিকরা পানি উন্নয়ন বোর্ডসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছে। 
 
ভুক্তভোগী ধান চাষী জাহিদ হাসান ও লেয়াকত সানা জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের চুরাডাঙ্গা ও চক ভড়বুড়িয়া মৌজায় প্রায় ১ হাজার ৫০০ বিঘা জমিতে ধান চাষ হয়। 

গত শনিবার রাতে কওসার তাহলী, শামছুর সানা, মিজান সরদারের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট দিয়ে লবণ পানি তুলে এলাকা প্লাবিত করে। 

এ সময় প্রায় ৫০০ বিঘা বোরো ধান খেতে লবণ পানি উঠে প্লাবিত হয়। লবণ পানি উঠার ফলে ধান মারা যাচ্ছে। তাতে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে কৃষক জাহিদ হাসান জানান। 

এ বিষয় কওসার তাহলী বলেন, আমি পানি তুলেনি কে পানি তুলেছে জানি না। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, রাড়ুলী ইউনিয়নের সমস্ত স্লুইসগেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে লবণ পানি তোলা যাবে না। 

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় যেখানে ধান চাষ হয়েছে সেখানকার স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যদি কেউ লবণ পানি তুলে ফসল নষ্ট করে তাঁদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

যশোরে খালুর দুই চোখে উপর্যুপরি আঘাত করে পালিয়েছেন যুবক

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল