Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় ভিজিডি জামানতের টাকা আত্মসাতের অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ভিজিডি জামানতের টাকা আত্মসাতের অভিযোগ

খুলনার পাইকগাছায় ইউপি সদস্যদের বিরুদ্ধে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি (ভিজিডি) কার্ডের জামানতের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আজ রোববার উপজেলার রাড়ুলী ইউনিয়নের অভিযুক্ত ইউপি সদস্যদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগীরা। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি পেয়েছি। তদন্তের জন্য মহিলাবিষয়ক কর্মকর্তাকে দিয়েছি। টাকা আত্মসাতের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ অসহায়–দরিদ্রদের ৩০ কেজি করে ভিজিডির চাল দিয়ে আসছে। যার মেয়াদ দুই বছর। প্রতি মাসে ৩০ কেজি করে এ চাল পান হত দরিদ্ররা। এ জন্য তাদের কাছ থেকে প্রতি মাসে জামানাত হিসেবে ২০০ টাকা করে রাখা হয়। দুই বছর পূর্ণ হলে কার্ডটি বাতিল করে জামানতের টাকা ফেরত দেওয়ার নিয়ম রয়েছে। 

কিন্তু উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইলিয়াস হোসেন ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছহিল উদ্দীনের কাছে জামানতের টাকা সম্পূর্ণ ফেরত চাইলে ভয়ভীতি ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার কথা জানান ভুক্তভোগীরা। 

উপায় না পেয়ে আজ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারীরা জামানতের টাকা ফেরত পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্ত ইউপি সদস্য ইলিয়াস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাদের যেমন জমা হয়েছে তাদের তেমন টাকা দেওয়া হচ্ছে।’ 

এ বিষয় রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সময় ইউনিয়ন পরিষদে ১৪ মাসের টাকা জমা রয়েছে। বাকি ১০ মাসের টাকা সাবেক চেয়ারম্যান হিসাব দেবেন। হতদরিদ্র কার্ডধারীদের টাকা ইউপি সদস্যরা দিতে বাধ্য।’

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল

আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী লড়াইয়ের জার্নি, যার অর্জন জুলাই অভ্যুত্থান: আসিফ মাহমুদ