হোম > সারা দেশ > খুলনা

তীব্র তাপপ্রবাহের মধ্যে যশোরে কাটা হলো অর্ধশতাধিক গাছ 

যশোর প্রতিনিধি

যশোরে আজ দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে যশোরে অর্ধশতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত যশোর শহরের বেজপাড়ার তালতলা কবরস্থানের এসব গাছ কেটে ফেলা হয়।

এদিকে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা। তবে কবরস্থান ব্যবস্থা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কবরস্থানের উন্নয়নের জন্য কাটা হয়েছে। কিন্তু গাছের সংখ্যা তারা জানাননি।

স্থানীয়রা জানান, তালতলা কবরস্থানে শতাধিক গাছ রয়েছে। এর মধ্যে শিশু, দেবদারু, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। অথচ এসব গাছ স্থানীয়ভাবে তাপপ্রবাহ থেকে রক্ষা করত।

ভৈরব নদ রক্ষা আন্দোলন কমিটির অন্যতম নেতা ও তালতলা এলাকার বাসিন্দা জিল্লুর রহমান ভিটু বলেন, যখন অতি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে ‘দেশ বাঁচাও, গাছ লাগাও’ আন্দোলন চলছে, তখন উন্নয়নের নামে বেজপাড়া তালতলা কবরস্থানের নির্বিচারে গাছ নিধন করা হচ্ছে। সচেতন নাগরিক হিসেবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে বেজপাড়ার তালতলা কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মানু এলাহী বলেন, ‘আগে ও এখন হেলে পড়া ও অপরিকল্পিত কিছু গাছ কাটা হয়েছে। সংখ্যা এখন বলতে পারছি না। ১ লাখ ৭০ হাজার টাকার মতো গাছ কাটা হয়েছে।’

কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজালুল করিম রানু বলেন, ‘কবরস্থানের কিছু জমিতে গর্ত আছে। এখানে মাটি ভরাটসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য অল্প কিছু গাছ কাটা হয়েছে।’ তবে তিনিও গাছের সংখ্যা বলেননি।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন