শ্যামনগর উপজেলার নারী ইউপি সদস্য ফরিদা বেগম (৩৬) ও তাঁর ছেলে আশিকুর রহমান (২০) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার বেলা ১২টার দিকে শ্যামনগর থেকে গাবুরা যাওয়ার পথে নীলডুমুর এলাকায় তাঁরা সন্ত্রাসী হামলার শিকার হন। ঘটনার পরপরই আহত মা ও ছেলেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদা বেগম গাবুরা ইউনিয়নের ৭,৮, ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য এবং স্থানীয় সিদ্দিক গাজীর স্ত্রী। তাঁর ছেলে আশিকুর রহমান স্থানীয় একটি পত্রিকার গাবুরা প্রতিনিধি হিসেবে কর্মরত।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, ‘ফরিদা বেগম বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। আশিকুর রহমানের মুখ ও হাত কেটে যাওয়ায় সেলাই দেওয়া হয়েছে। আশঙ্কামুক্ত হলেও সেরে উঠতে কিছু সময় লাগবে।’
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।