Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সন্ত্রাসী হামলায় ছেলেসহ নারী ইউপি সদস্য আহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সন্ত্রাসী হামলায় ছেলেসহ নারী ইউপি সদস্য আহত

শ্যামনগর উপজেলার নারী ইউপি সদস্য ফরিদা বেগম (৩৬) ও তাঁর ছেলে আশিকুর রহমান (২০) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার বেলা ১২টার দিকে শ্যামনগর থেকে গাবুরা যাওয়ার পথে নীলডুমুর এলাকায় তাঁরা সন্ত্রাসী হামলার শিকার হন। ঘটনার পরপরই আহত মা ও ছেলেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ফরিদা বেগম গাবুরা ইউনিয়নের ৭,৮, ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য এবং স্থানীয় সিদ্দিক গাজীর স্ত্রী। তাঁর ছেলে আশিকুর রহমান স্থানীয় একটি পত্রিকার গাবুরা প্রতিনিধি হিসেবে কর্মরত। 

 সন্ত্রাসী হামলায় আহত মহিলা ইউপি সদস্য ফরিদা বেগমআহত সংবাদকর্মী আশিকুর রহমান জানান, রোববার সকালে তার মাকে সঙ্গে নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে শ্যামনগর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় নীলডুমুর খেয়া ঘাটে পৌঁছালে মোটরসাইকেলের চালক শাকিব গাজীর কাছে গোলাম হাবিব নামের এক যুবক আগের পাওনা টাকা দাবি করে মারধর করতে থাকে। এ সময় মোটরসাইকেলচালক শাকিবকে রক্ষা করতে গেলে বুড়ি গোয়ালিনীর এলাকার বাপ্পি (২৪), মনিরুল ইসলাম (২২), জহুরুল ইসলাম (২৪), গাবুরার সোরা গ্রামের ইব্রাহিম আব্দুল্লাহ খোকনসহ (২৫) ৪-৫ জন মাসহ তাঁর ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা ছুটে এসে গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, ‘ফরিদা বেগম বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। আশিকুর রহমানের মুখ ও হাত কেটে যাওয়ায় সেলাই দেওয়া হয়েছে। আশঙ্কামুক্ত হলেও সেরে উঠতে কিছু সময় লাগবে।’

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল

বিদেশ ভ্রমণকর জালিয়াত সেই শামীম পুলিশের জালে

কুমারখালীতে দুই এএসআই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাগুরায় শিশু ধর্ষণের আসামিদের সহায়তা দেবেন না কোনো আইনজীবী

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১

মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ