Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ডেঙ্গুর চিকিৎসায়ও সংকট

শামিমুজ্জামান, খুলনা

ডেঙ্গুর চিকিৎসায়ও সংকট

করোনা মহামারির মধ্যেই খুলনা বিভাগের ১০ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। রোগী বাড়লেও স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি শুধুই কাগজে-কলমে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আলাদা ওয়ার্ড থাকলেও নেই প্রয়োজনীয় চিকিৎসক ও সরঞ্জাম।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ হাসপাতাল এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য এখানে ‘ব্লাড সেল সেপারেটর’ মেশিনটি অকেজো অবস্থায় রয়েছে। এ কারণে চিকিৎসকদের পড়তে হচ্ছে সমস্যায়। চিকিৎসকেরা হাসপাতালে প্রয়োজনীয় লোকবল ও চিকিৎসা সরঞ্জাম বাড়ানোর দাবি করেছেন।

ডেঙ্গুর ভয়াবহতা ছিল ২০১৯ সালে। ওই বছর খুলনা বিভাগে ১১ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়। তখন মারা যায় ৩৯ জন। যদিও গত বছর ডেঙ্গুর প্রকোপ খুব ছিল না। তবে চলতি বছর থেকে আবারও শুরু হয়েছে। এ বছর এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ৬৮ জন। মারা গেছে একজন।

গত ২ আগস্ট এক দিনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়। ৯ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজু (৩৬) নামের এক যুবক মারা যান। চলতি বছর খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সাতজন রোগী।

এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে গত ১৪ আগস্ট আলাদা ওয়ার্ড চালু হয়েছে। তবে এখানে পর্যাপ্ত চিকিৎসক নেই। অকেজো হয়ে পড়ে আছে ‘ব্লাড সেল সেপারেটর’ মেশিনটি। এ কারণে ডেঙ্গু আক্রান্ত গুরুতর রোগীদের সুচিকিৎসা দিতে পারছেন না চিকিৎসকেরা।

এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ডা. এস এম তুষার আলম বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ‘ব্লাড সেল সেপারেটর’ মেশিন খুব বেশি প্রয়োজন। তবে তা নষ্ট থাকায় তাঁদের চিকিৎসা দিতে বেশ বেগ পেতে হচ্ছে। একই হাসপাতালের এমও সুহাষ রঞ্জন হালদার বলেন, হাসপাতালে জনবলের সংকট রয়েছে। আর কিছু জনবল যুক্ত হলে আক্রান্তদের চিকিৎসা আরও ভালোভাবে দেওয়া যেত। কেননা, ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড হয়েছে, কিন্তু হাসপাতালে অতিরিক্ত জনবল নিয়োগ হয়নি। যা রয়েছে তা দিয়েই চিকিৎসা চলছে। ডেঙ্গু রোগী বাড়লে সুচিকিৎসায় হিমশিম খেতে হবে বলেও জানান তিনি।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য ইতিমধ্যে সব উপজেলা হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে। জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে তাদের ডেঙ্গু টেস্টের নির্দেশনা দেওয়া হয়েছে। যা আছে তা দিয়েই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে ডেঙ্গু মশার বিস্তার রোধে কেসিসির পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আব্দুল আজিজ বলেন, মশার উপদ্রব রোধে খুলনা সিটি করপোরেশনের কাজ চলমান রয়েছে। কেসিসির ৪৬টি ফগার মেশিন রয়েছে। আরও ২০টি ফগার মেশিনের ওয়ার্ক অর্ডার হয়েছে।

প্রতিদিনই ওয়ার্ডে ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশকনিধন অভিযান চলমান আছে। এ ছাড়া মশা নিধনে আমাদের ক্র্যাশ প্রোগ্রাম চলছে। বৃষ্টি হলে কালো তেল স্প্রে করা হচ্ছে। আর সব নালায় লার্ভিসাইড স্প্রে করা হয়েছে। এতে মশার উপদ্রব কমে যাবে। 

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

চুয়াডাঙ্গায় টাস্ক ফোর্সের অভিযান, ব্যবসায়ীদের বাধায় ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

খুলনায় ৬ ইটভাটা বন্ধসহ কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

পূর্ব সুন্দরবনের টিয়ারচরে জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

খুলনায় দেশীয় বন্দুক, কার্তুজসহ আটক ২

আওয়ামীপন্থীদের অপসারণের দাবিতে ইবি উপাচার্য কার্যালয়ে হট্টগোল

ভেজালবিরোধী প্রচার চালানো ব্যবসায়ী ড্রামের তেল ভরতেন বোতলে

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ দুই বাসযাত্রী আটক

ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ