হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীসহ ২ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারী দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় জেলায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হলো। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত কুমার সরকার। 

মৃত নারীর হলেন—কলারোয়া পৌরসভার নাদোখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী সোনিয়া খাতুন (৩২) ও সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের সতীশ শর্মার ছেলে অমলেন্দু শর্মা (৮২)। 

মেডিকেল অফিসার জয়ন্ত কুমার সরকার জানান, সোনিয়া খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৫ দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান। 

তিনি আরও জানান, অমলেন্দু শর্মা তিন দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতাল গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। 

জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী-জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়েছেন।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন