গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা হাসপাতালে ১০ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে ও ৩ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাঁদের মৃত্যু হয়।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৩৫টি নমুনায় ২০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ২৭ দশমিক ৬১ শতাংশ। তাঁদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২১৯ জন ও উপসর্গ নিয়ে ৬১ জন কুষ্টিয়ায় করোনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত সাত দিনে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৭৯০ জন এবং মারা গেছেন ৭৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮৭ জন।
এদিকে, লকডাউন শিথিল হওয়ায় শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। কিন্তু শহর ও গ্রামের অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।