খুলনা প্রতিনিধি
খুলনার দৌলতপুর এলাকা থেকে তামিম (১৬) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তামিম দৌলতপুর উপজেলার শিকারির মোড় এলাকার বাসিন্দা মিজান জমাদ্দারের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয় তামিম। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়রা দৌলতপুর মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মীর আতাহার আলী আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তামিমের মৃত্যুর কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।