Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামলা, আ.লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৪

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

দৌলতপুরে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামলা, আ.লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৪

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা ও পেট্রোল ঢেলে ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৭৩ জনের নাম উল্লেখসহ ১০০-১২০ জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন মামলার প্রধান আসামিসহ ১৪ জন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শুক্রবার রাতে দুই শতাধিক পুলিশ মোতায়েন ছিল এলাকাটিতে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান। 

এ ঘটনায় মামলার এজাহারনামীয় প্রধান আসামি শেলি দেওয়ান (৫৬) ও ৩ নম্বর আসামি তোফায়েল দেওয়ানকে (৪৩) গতকাল শুক্রবার আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব। বাকিদের গ্রেপ্তার করেছে পুলিশ। শেলি দেওয়ান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিলমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং তোফায়েল দেওয়ান চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে শেলি দেওয়ানকে এবং রাতে চিলমারী এলাকা থেকে তোফায়েল দেওয়ানকে আটক করে র‍্যাবের আভিযানিক দল। 

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. তৌহিদুল মবিন খান জানান, চিতলমারী গ্রামে পূর্বশত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় এজাহারনামীয় ১ নম্বর আসামি শেলি দেওয়ান ও ৩ নম্বর আসামি তোফায়েল দেওয়ানকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আটক করেছে র‍্যাব। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

হামলা ও পেট্রোল ঢেলে ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় শুক্রবার দুপুরে মোজাম মণ্ডল বাদী হয়ে ৭৩ জনের নামসহ ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার চিলমারীর চরের খাঁ ও শিকদারদের সঙ্গে মণ্ডলদের বিরোধ ছিল। গত বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত চিলমারী বাজারপাড়ায় মণ্ডল গ্রুপের লোকজনের ওপর হামলা ও বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ সময় মণ্ডল গ্রুপের মুজাম্মেল, ইকবাল, রানা, ইকলাস ও জহুরুল মণ্ডলের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এতে পাঁচজন গুরুতর দগ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

চিলমারী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, খাঁ ও শিকদার গ্রুপের সঙ্গে মণ্ডল গ্রুপের বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত খাঁ ও শিকদার গ্রুপের লোকজন দফায় দফায় মণ্ডল গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় পিস্তল, ককটেল, পেট্রোলবোমা, রামদাসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয় এবং প্রতিপক্ষের লোকজনকে কুপিয়ে আহত করা হয়। এ ছাড়া কয়েকটি ঘরে আগুন দেওয়া হয়। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনায় মামলা হয়েছে। এখন পর্যন্ত পুলিশের হাতে ১২ জন ও র‍্যাবের হাতে দুজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে দুই শতাধিক পুলিশ ডিউটিতে ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

নড়াইলে বোমা হামলায় বিএনপির তিন নেতা-কর্মী আহত

ওষুধ নেই, সংকট লোকবলেরও

তক্তা দিয়ে চিত্রা নদী পারাপার

ইউএনও দপ্তরের নাজিরকে মারপিট, থানা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

যশোরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতাকে স্থায়ী বহিষ্কার

মাগুরায় শিশুকে ধর্ষণের অভিযোগ: বিক্ষুব্ধ জনতার থানা ঘেরাও, সেনাবাহিনীর উপস্থিতিতে ছত্রভঙ্গ

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

খুলনায় চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই