Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

বিএনপি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়: পরশ

খুলনা প্রতিনিধি

বিএনপি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়: পরশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘বিএনপি প্রোপাগান্ডার রাজনীতি করে। তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকাতে চায়। সত্য দিয়ে তাদের পরাজিত করতে হবে। অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থা আপনাদের পছন্দ। এই জন্য তাদের কেউ বিশ্বাস করে না। বিভ্রান্তি আর প্রোপাগান্ডার রাজনীতি করে লাভ হবে না। রাজনীতির গুণগতমানে ধ্যান দেন। ক্ষমতার লোভের অপরাজনীতি বন্ধ করেন।’ 

তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘সাহস থাকলে নির্বাচনে আসুন। নির্বাচনে এসে প্রমাণ করুন জনগণ কাদের সঙ্গে আছে।’  

আজ মঙ্গলবার খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনে উদ্বোধকের বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। 

শেখ হেলাল উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে মর্যাদাপূর্ণ স্থানে নিয়েছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নের অর্জনসমূহকে ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’ 

যুবলীগের সম্মেলন উদ্বোধনজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান। সম্মানিত অতিথি নগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। 

বিশেষ বক্তা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সোহাগ, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।  

গ্রাহকের ৯৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ্‌-বাংলার এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মেহেরপুর সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

খুলনায় দুই শিশু ও নানির লাশ: জমির বিরোধে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহে প্রবাসফেরত যুবককে হত্যা: প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

খুলনার ৬টি আসন: জমে উঠেছে নির্বাচনী প্রচার

খুলনায় মুরগির খামারে দুই শিশু ও নানির লাশ, শরীরে আঘাতের চিহ্ন

খুলনায় স্ত্রীর সামনে স্বামীকে গুলি ও গলা কেটে হত্যা

গাংনীতে অশ্লীল ভিডিও-কাণ্ডের সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ভোটের মাঠে: সাতক্ষীরায় ভিন্ন চিত্র বিএনপি-জামায়াতে

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার, ৫ জেলে গ্রেপ্তার