Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ডাক্তারদের নিয়ে মানুষের ভুল ধারণা ভেঙে দিতে চান মীম

খুলনা প্রতিনিধি

ডাক্তারদের নিয়ে মানুষের ভুল ধারণা ভেঙে দিতে চান মীম

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে খুলনার ডুমুরিয়ার মেয়ে সুমাইয়া মোসলেম মীম। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার ব্রত নিয়ে চিকিৎসক হতে চান। 

খুলনার ডুমুরিয়া উপজেলার আরাজি ডুমুরিয়া গ্রামের মেয়ে মীম। বাবা ডুমুরিয়া কলেজে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোসলেম উদ্দিন। মা যশোরের কেশবপুর উপজেলার পাজিয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট মোসা. খোদেজা খাতুন। দুই বোনের মধ্যে মীম ছোট। 

 ২০১৯ সালে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি এবং ২০২১ সালে খুলনা সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন তিনি। 

চলতি বছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। আজ মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মীম। 

কলেজ শিক্ষক বাবার সঙ্গে সুমাইয়া মোসলেম মীমউৎফুল্ল সুমাইয়া আগামীতে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। আজ বাড়িতে সাংবাদিকদের মীম বলেন, চিকিৎসকদের নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা রয়েছে। তিনি তা পরিবর্তন করতে চান। মানুষের সেবার ব্রত নিয়ে তিনি চিকিৎসক হতে চান। 

মীমের বাবা মোসলেম উদ্দিন বলেন, তিনি চান মেয়ে মানুষের মতো মানুষ হোক। মা খোদেজা খাতুনও চান, তাঁর মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। চিকিৎসা সেবার প্রকৃত আদর্শ ধারণ করে যাতে মানুষের সেবা করতে পারে। 

উল্লেখ্য, এবারের এমবিবিএস প্রথম বর্ষের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

যশোরে খালুর দুই চোখে উপর্যুপরি আঘাত করে পালিয়েছেন যুবক

ঝিনাইদহে আ. লীগ নেতার বিটুমিন ডিপো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রামপালে বিএনপির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

খুলনায় বৈষম্যবিরোধীদের দুই পক্ষের মারামারি, ভিডিওতে চাঁদার টাকা ভাগাভাগির তথ্য

মসজিদে জুতা হারানো নিয়ে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

শার্শায় সরকারি চাল লুট: পদ হারিয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন বিএনপি নেতা

২৬ বছরপূর্তির অনুষ্ঠানে বক্তারা: ‘উদীচী হত্যাকাণ্ডের বিচার করতে না পারা রাষ্ট্রের দুর্বলতা’

গভীর রাতে অভিযান, হরিণের মাংসসহ আটক ২

মনিরামপুরে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ

৫ দফা দাবিতে খুলনার চার মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মিছিল