হোম > সারা দেশ > খুলনা

কালিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

প্রতিনিধি, কালিয়া (নড়াইল) 

নতুন গাড়ি নিয়ে ঘুরতে বেড়িয়ে সড়ক দুর্ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইটসহ (৫২) দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার কালিয়া-বড়দিয়া সড়কের শিবানন্দপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

রাসেল উপজেলার চোরখালী গ্রামের মৃত আব্দুল হাই খানের ছেলে। নিহত আরেকজন হলেন উপজেলার টোনা গ্রামের ফটিক সরদারের ছেলে মো. শওকত সরদার (৫৪)। 

চেয়ারম্যানের পারিবারিক সূত্রে জানা যায়, চেয়ারম্যান খান রাসেল সুইট সপ্তাহখানেক আগে একটি নতুন গাড়ি কিনেছেন। গতকাল সন্ধ্যায় তিনি তাঁর আত্মীয় উপজেলার টোনা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ওয়ালিউল্লাহ ও শওকত সরদারকে নিয়ে ওই গাড়িতে করে ঘুরতে বের হন। রাত সাড়ে ১০টার দিকে কালিয়া থেকে বাড়ি ফেরার পথে কালিয়া-বড়দিয়া সড়কের শিবানন্দপুর নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খায় ও পরে রাস্তার পাশের গর্তে পড়ে তলিয়ে যায়। এতে চেয়ারম্যান সুইট খান ও শওকত সরদার (৫৪) ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের অপর সঙ্গী মো. ওয়ালিউল্লাহ আহত হন। 
 
উপজেলার নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের