খুলনা প্রতিনিধি
দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। খুলনার সাইবার ট্রাইব্যুনালে তানিয়া ইসলাম নামের এক নারী এ মামলা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এম এম সাজ্জাদ আলী আজ শুক্রবার মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২১ মার্চ খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কণিকা বিশ্বাসের আদালতে মামলাটি করেছেন তানিয়া বিউটি পার্লার ও শপিংমলের মালিক তানিয়া ইসলাম। মামলায় অসীমকে ৪ নম্বর আসামি করা হয়। এ ছাড়া মামলার ১ নম্বর আসামি খালিশপুরের মো. মাহফুজুর রহমান খান, ২ নম্বর আসামি ফাস্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মো. সারোয়ার হোসেন খান এবং ৩ নম্বর আসামি ফাস্ট নিউজের ব্যবস্থাপনা সম্পাদক মো. আলম খান।
সাইবার ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, মো. অসীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি আদালত আমলে নিয়ে খুলনার পুলিশের তদন্ত ব্যুরোকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ মার্চ দেশ টিভিতে ‘বিউটি পার্লারের আড়ালে অনৈতিক কাজ, দিনে পার্লারের কাজ রাতে চলে রংমহল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তানিয়া।
দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীম আজকের পত্রিকাকে বলেন, ‘তানিয়ার অপরাধের বিষয়ে খবর প্রকাশ করার জেরেই আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় আছি।’