Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের 

সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে হাফেজ শেখ জুবায়ের আহমেদ নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুজন। আজ শুক্রবার সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শেখ জুবায়ের আহমেদ (১৫) শহরের পলাশপোল পূর্বপাড়া এলাকার শেখ কবিরুজ্জামানের ছেলে। সে গত বছর পলাশ পোল নুরুল কোরআন মদিনা মাদ্রাসা থেকে হাফেজি পাস করে। আহত দুজন হলেন রাহাত আলী (১৬) ও তরিকুল ইসলাম (২৬)। তাঁরা তালা উপজেলার ত্রিশমাইল এলাকার বাসিন্দা। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবার চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শেখ জুবায়ের আহমেদ নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও সংগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

নিহত জুবায়েরের বাবা শেখ কবিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলের বন্ধু রাহাত আলী সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা অভিমুখে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় জুবায়ের পেছনে বসেছিল। এ সময় অপর একটি মোটরসাইকেলে (সাতক্ষীরা-ল-১১৭৮৬৬) তরিকুল ইসলাম নামে এক যুবক বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসার সময় দুজনেই নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটায়। এতে ঘটনাস্থলে জুবায়ের মারা যায়।’ 

ঘটনাস্থল পরিদর্শন করে সাতক্ষীরা সদর থানার এসআই তন্ময় দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা আছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’  
 

 

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগের কর্মী আটক

খুবিতে জুনিয়রের বিরুদ্ধে সিনিয়রকে মারধরের অভিযোগ

সাতক্ষীরায় বাইসাইকেল চুরিতে অভিযুক্ত ব্যক্তিকে ‘মব ভায়োলেন্স’ থেকে উদ্ধার করল বিজিবি

কুয়েটে রাজনীতিতে জড়ালে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল

বিদেশ ভ্রমণকর জালিয়াত সেই শামীম পুলিশের জালে

কুমারখালীতে দুই এএসআই হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মাগুরায় শিশু ধর্ষণের আসামিদের সহায়তা দেবেন না কোনো আইনজীবী

মাগুরায় ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে পাচারকালে সোনার ১৫ বার জব্দ, আটক ১