খুলনায় পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ডেউবুনিয়া ও খারাবাদ গ্রামের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন—পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ডেউবুনিয়ার গ্রামের পতিত মণ্ডলের ছেলে শ্রীকান্ত মণ্ডল (২৫) এবং বটিয়াঘাটা উপজেলার খারাবাদ গ্রামের মনি চৌকিদারের ছেলে আল মামুন (১৭)।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, শ্রীকান্ত মণ্ডল আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ডেউবুনিয়ার একটি মাছের ঘেরের ঝুপড়ি ঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে খুঁজতে বের হলে ঘেরের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে। শ্রীকান্ত স্থানীয় সঞ্জয় মণ্ডলের মৎস্য ঘেরে দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে কাজ করতেন।
অপরদিকে বটিয়াঘাটা থানার ওসি রিপন মণ্ডল জানান, বৃহস্পতিবার দুপুরে মেঘ দেখে আল মামুন খারাবাদ গ্রামের কড়িয়া ভিটায় গরু আনতে যায়। এ সময় বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। ফাঁকা বিলে কোনো নিরাপদ স্থান না পেয়ে দ্রুত বাড়ি ফিরে আসার সময় পথিমধ্যে বজ্রপাতে আল মামুন মারা যান।