হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ২২: ২৪
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামে নিহত নববধূ খাদিজা খাতুনের শ্বশুরবাড়িতে উৎসুক মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামে যৌতুকের দাবিতে নববধূ খাদিজা খাতুনকে (১৯) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়রা স্বামী আমিরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

খাদিজা খাতুন সাতক্ষীরার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। আর আমিরুল ইসলাম (২৮) একই উপজেলার মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে।

নববধূর লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করে জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল ইসলাম বলেন, খাদিজা খাতুনের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বামী আমিরুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের আত্মীয়ের বরাত দিয়ে ওসি সামিনুল ইসলাম জানান, তিন মাস আগে সদর উপজেলার মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে আমিরুল ইসলামের সঙ্গে নারায়ণজোল গ্রামের সিদ্দিক মালির মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল ইসলাম শ্বশুরের কাছ থেকে স্ত্রীকে দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য চাঁপ দিতে থাকেন। এই ঘটনার জেরে আজ মঙ্গলবার ভোরে আমিরুল পিটিয়ে ও শ্বাস রোধ করে স্ত্রী খাদিজা খাতুনকে হত্যা করেন।

দুই কারণে ৩ জাতের আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ দম্পতি গ্রেপ্তার

আ.লীগ সরকারের সময়ে দখলে নেওয়া জমি উদ্ধার

সেকশন