ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় রহি আহম্মেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিম মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
নিহত যুবক বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কর্মচারী এবং রাজশাহীর পবা উপজেলার কাটাখালী ইউনিয়নের এমাতপুর গ্রামের মনিরুল ইসলামে ছেলে। তবে তিনি কোন চিনিকলে কর্মরত ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ওসি রহিম মোল্লা বলেন, মোবারকগঞ্জ চিনিকলের সামনে একটি ট্রাকের চাপায় রহি আহম্মেদ ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।