ইবি প্রতিনিধি
৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ৪৬ তম ইসলামী বিশ্ববিদ্যালয় উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিস্তারিত কর্মসূচি গ্রহণ করায় ওই দিন সকল বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করা হলো।
একই সঙ্গে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার বেলা ২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসের অভ্যন্তরে এসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়।