Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ার শুঁটকি যাচ্ছে ভারত ও মালয়েশিয়ার বাজারে

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

ডুমুরিয়ার শুঁটকি যাচ্ছে ভারত ও মালয়েশিয়ার বাজারে

ডুমুরিয়ায় সালতা নদীর তীরে গড়ে উঠেছে শুঁটকি মাছের প্রজেক্ট। স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদিত এখানকার শুঁটকি মাছ বিদেশের বাজারে সুনাম কুড়াচ্ছে। তাই শুঁটকি উৎপাদনে এখানে ব্যাপক ধুম পড়েছে।

এলাকা সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের টিয়াবুনিয়া এলাকা। এখানে গত দুই মাস আগে এক মালয়েশিয়া প্রবাসীর উদ্যোগে গড়ে উঠে মেসার্স নূর ভাই ভাই ফিস ট্রেডিং নামক শুঁটকি মাছের প্রজেক্ট। 

সরেজমিনে দেখা যায়, সালতা নদীর তীরে বাঁশের মাচার বিশাল চাতালে প্রতিদিন ১ টনেরও বেশি মাছ শুকানো হচ্ছে। শুঁটকি মাছের প্রজেক্টের এ কর্মযজ্ঞে অর্ধশত নারী-পুরুষ শ্রমিক প্রতিদিন সমানতালে কাজ করে যাচ্ছেন। এদের অধিকাংশের বাড়ি খুলনার কয়রা এলাকায়। সূর্যের প্রখর তাপে শুকানো হচ্ছে সাগরের বিভিন্ন প্রজাতির মাছ। মাছগুলোকে যেন পোকামাকড়ে নষ্ট না করতে পারে সে জন্য কাঁচা অবস্থায় ১০ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রৌদ্রে শুকানো হয়। এখানে ফাইস্যা, লইট্টা, চ্যাপা, রুপচাঁদা, শৈল, হাঙর, ইলিশ, ভোলা ও দেশীয় পুঁটিসহ প্রায় ৩০ থেকে ৩৫টি প্রজাতির মাছ শুকানো হয়।

এ প্রসঙ্গে শুঁটকি পল্লির ম্যানেজার রিপন দাস বলেন, ‘নিয়মিত সূর্যের তাপে ৩ থেকে ৪ দিনের মধ্যেই কাঁচা মাছ শুকিয়ে শুঁটকিতে পরিণত হয়। আমাদের উৎপাদিত শুঁটকি দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।’

এ বিষয়ে নূর ভাই ভাই ফিশ ট্রেডিংয়ের মালিক প্রবাসী মো. নুর ইসলাম বলেন, ‘আমার বাড়ি খুলনার নতুন বাজার এলাকায়। আমি দীর্ঘ ১৪ বছর যাবৎ মালয়েশিয়া থেকে শুঁটকি মাছের ব্যবসা করছি। সেখানেই আমার ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু বর্তমানে করোনার কারণে বন্ধ আছে। তাই দেশে এসে শুঁটকির ব্যবসা শুরু করি। আমি বাঁশের খুঁটি এবং চালা তৈরি করে মাটি থেকে ৫ / ৭ ফুট উঁচুতে চাতাল করেছি। আমার এ প্রজেক্টে স্বাস্থ্যসম্মতভাবে শুঁটকি উৎপাদন করা হয়। শুধুমাত্র লবণ পানি ছাড়া আর কোনো কীটনাশক ব্যবহার করা হয় না।’ 

মো. নুর ইসলাম আরও বলেন, ‘স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় শুঁটকি মাছ প্রস্তুত করায় বিদেশের বাজারে এর চাহিদা অনেক বেশি। যে কারণে আমি সরাসরি ভারত ও মালয়েশিয়ায় শুঁটকি রপ্তানি করতে পারছি।’ 

বৈধ কাগজপত্রের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যবসা সবেমাত্র শুরু করেছি। তাই যাবতীয় কাগজপত্র হাতে পেতে কিছু তো সময় লাগবে। সংশ্লিষ্ট দপ্তর গুলোতে আবেদন করেছি। আশা করি খুব শিগগিরই পেয়ে যাব।’

তবে এলাকাবাসীর অভিযোগ আছে, পোকা মাকড় থেকে রক্ষা এবং শুঁটকির স্থায়িত্ব বাড়াতে অধিকাংশ শুঁটকি পল্লিতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের কীটনাশক। যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই সকল শুঁটকি পল্লিতে প্রশাসনের তদারকির দাবি এলাকাবাসীর।  

সেখানে প্রতিদিন ইফতার করেন ৮ হাজার মানুষ

চার দিনেও চেতনা ফেরেনি ধর্ষণের শিকার শিশুটির

নারী নির্যাতন রোধে খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ–বিক্ষোভ

দেশ সংস্কারের আগে নিজেকে সংস্কার করতে হবে: স্নিগ্ধ

যশোরে বাসচাপায় নছিমনচালক নিহত

খুবির প্রধান ফটকে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন

মাগুরায় শিশু ধর্ষণ: আদালত চত্বর ছেড়ে দিয়ে মহাসড়ক অবরোধ ছাত্র-জনতার

ছিনতাইকারী ধরে জুতার মালা পরাল জনতা

কোটচাঁদপুরে বিষ দিয়ে শিশুকে হত্যার অভিযোগে সৎমা গ্রেপ্তার

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের