চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রেললাইনে ফাটলটি দেখতে পান।
রেলওয়ে বিভাগ বলছে, অতিরিক্ত ঠান্ডা ও লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। যাকে ‘ক্র্যাক’ বলা হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান রেল লাইনের ফাটলের ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন লাইনে ফাটল দেখে দুটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। পরে দুর্ঘটনা এড়াতে ১০ কিলোমিটার বেগে (ধীর গতি) ট্রেন চলাচল করছে।
এটা নাশকতার ঘটনা নয় জানিয়ে তিনি বলেন, ‘অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। এটাকে ক্র্যাক বলা হয়। মেরামতের কাজ চলছে। দ্রুতই স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল শুরু করবে।’
স্থানীয়দের ধারণা, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন অতিক্রম করার পর বা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে।
উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, ‘রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’