হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় ঠান্ডায় রেললাইনে ফাটল, ট্রেন চলছে ধীর গতিতে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।

আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রেললাইনে ফাটলটি দেখতে পান।

রেলওয়ে বিভাগ বলছে, অতিরিক্ত ঠান্ডা ও লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। যাকে ‘ক্র্যাক’ বলা হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান রেল লাইনের ফাটলের ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন লাইনে ফাটল দেখে দুটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। পরে দুর্ঘটনা এড়াতে ১০ কিলোমিটার বেগে (ধীর গতি) ট্রেন চলাচল করছে।

এটা নাশকতার ঘটনা নয় জানিয়ে তিনি বলেন, ‘অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। এটাকে ক্র্যাক বলা হয়। মেরামতের কাজ চলছে। দ্রুতই স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল শুরু করবে।’

সরেজমিনে দেখা যায়, উথলী-দর্শনা রেলপথের উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টাঙিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী আপ রকেট মেইলকে ধীর গতিতে ঘটনাস্থল অতিক্রম করান।

স্থানীয়দের ধারণা, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন অতিক্রম করার পর বা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে।

উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ বলেন, ‘রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন