Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দলুয়া-পাটকেলঘাটা সড়কের খানাখন্দ, দুর্ভোগে ৫ ইউনিয়নের মানুষ 

প্রতিনিধি, পাটকেলঘাটা (সাতক্ষীরা)

দলুয়া-পাটকেলঘাটা সড়কের খানাখন্দ, দুর্ভোগে ৫ ইউনিয়নের মানুষ 

সাতক্ষীরা জেলার মধ্যে দলুয়া-পাটকেলঘাটা সড়ক অন্যতম। কিন্তু সড়কটির ওপরের পিচ উঠে খোয়া বের হয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। আর সেই গর্তে পড়ে সাধারণ মানুষজন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাটকেলঘাটা থেকে দলুয়ার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। ইসলামকাটি মোড় পার হয়ে কাটাখালী নামক স্থানে রয়েছে বড় বড় গর্ত। এ ছাড়া আচিমতলা পার হয়ে জুজখোলা মোড় দলুয়ায় যেতে হরিতলা পার হয়ে পোদ্দারপাড়া মোড়, দক্ষিণপাড়া বাজারের সামনে টিকারামপুর পর্যন্ত বড় বড় গর্ত হয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে দক্ষিণ অঞ্চলের ৪-৫টি ইউনিয়নের জনসাধারণ চলাচল করে। রাস্তা ভালো থাকলে যাতায়াত করতে সময় লাগে ২০-৩০ মিনিট। কিন্তু এখন সেই পথ জেতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। শুধু তাই নয়, অনেকে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করছেন। 

আব্দুস সবুর নামে এক শিক্ষক বলেন, রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে ধুলাবালিতে চলাচল করা যায় না। আবার বর্ষা মৌসুমে গর্তে পানি জমে থাকে। সব মিলিয়ে এ রাস্তা দিয়ে চলাচলরত জনগণ চরম দুর্ভোগে থাকেন। তাই অতি দ্রুত এই রাস্তা নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে।

ভ্যানচালক সিরাজুল ইসলাম বলেন, এই সড়কটির কোন অভিভাবক আছে কিনা তা বোঝার উপায় নেই। দিন থেকে মাস, মাস থেকে বছর এভাবেই চলে যায়। কিন্তু রাস্তাঘাটের বেহাল চিত্র দেখার কেউ নেই। তবে স্থানীয় সংসদ সদস্য একটু সুনজর দিলেই এসব রাস্তা সংস্কার করা সম্ভব। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) রথীন্দ্রনাথ সরকার বলেন, পর্যায়ক্রমে সব রাস্তা সংস্কারের কাজ করা হবে। 

ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি, চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

বদনাম ঘোচাতে কঠোর, তবু থামছে না দখল

গ্যাস পাইপলাইন রুট পরিবর্তনের প্রতিবাদ, খুলনা অচল কর্মসূচির হুমকি

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো নারীর প্রজনন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে’

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামি কারাগারে

দাম না পেয়ে খালে ফেলা হলো পাকা টমেটো

মাগুরায় শিশু ধর্ষণ: ভগ্নিপতিসহ ৪ জনকে আসামি করে মামলা

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতা নিহত

চৌগাছায় বাবাকে কুপিয়ে হত্যা করে পালাল ছেলে