হোম > সারা দেশ > খুলনা

বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি নেই, বেলা বাড়লে আসতে পারে  

সাইফুল মাসুম ও সৌগত বসু, ঢাকা 

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটারদের উপস্থিত অনেক কম। ভোটারদের জন্য যে লাইনগুলো করা হয়েছে তাও ফাঁকা। দুই-একজন ভোটার যাঁরা কেন্দ্রে আসছেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন। 

আজ সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

খুলনা সিটির ২৯ নম্বর ওয়ার্ডের সরকারি পাইওনিয়ার মহিলা কলেজে সকালবেলা ভোট দিতে এসেছেন খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাহেব আলী। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। তবে ভোটারের উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলছেন খুলনার মানুষ গরম ভাত খেয়ে ভোট দিতে আসবে। 

একই কেন্দ্রে ভোট দিতে এসে নাম প্রকাশ না করা শর্তে এক ভোটার বলেন, ‘২০১৮ সালে ভোট দিতে পারিনি। কেন্দ্রে এসে শুনেছি ভোট হয়ে গেছে। এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে ডেকে আনছে। কারণ মানুষের মধ্যে উৎসাহ কম।’ 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে মনে করেন পাইওনিয়ার মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুর রহমান। তিনি বলেন, ‘কেন্দ্রে ভোটার ১ হাজার ৪৪৫ জন। আপনারা দেখেছেন উপস্থিতি অনেক কম। আশা করি বেলা বাড়ার সঙ্গে ভোটার বাড়বে।’ 

ভোটার উপস্থিতি কমের বিষয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সকালে তো আসবে না। মানুষের কাজ-কাম আছে। চারটা পর্যন্ত সময় আছে মানুষ আস্তে ধীরে আসবে। সকালবেলা এসে ভোট দিতে হবে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কথা।’ 

নির্বাচন কমিশন সূত্র বলছে, কেসিসি নির্বাচনে এবার ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটে অস্ত্র–গুলিসসহ ২ যুবক গ্রেপ্তার

নারীদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে খুবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘সমৃদ্ধি’

জুলাই গণ-অভ্যুত্থান: একমাত্র ছেলেকে হারিয়ে আজও কাঁদছেন ছাব্বিরের মা

২৬টি জুট মিল চালুর দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ

দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

সেকশন