হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে বেসিক ব্যাংকে ডাকাতির চেষ্টা, থানায় অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯: ৩৯
ঈশ্বরগঞ্জে বেসিক ব্যাংকে ডাকাতির চেষ্টা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেসিক ব্যাংকে ডাকাতি চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ব্যাংকের ইনচার্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বরাতে বেসিক ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত আর্মড গার্ড মো. সোহরাব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাত আড়াইটার দিকে এক দুর্বৃত্ত মূল গেটের তালা ভাঙার চেষ্টা করলে আমি টের পেয়ে যাই। তৎক্ষণাৎ বিষয়টি ম্যানেজার স্যারসহ কর্মকর্তাদের জানাই এবং চিৎকার করতে থাকি। ম্যানেজার স্যার দ্রুত পুলিশকে ঘটনাটি অবগত করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্ত পালিয়ে যায়।’

ব্যাংকের ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ২টা ২৯ মিনিটের দিকে একজন দুর্বৃত্ত নাক-মুখসহ পুরো শরীর চাদর দিয়ে ঢাকা অবস্থায় মূল গেটের তালা ভাঙে। তখন তালা ভাঙার শব্দ পেয়ে যান ব্যাংকের আর্মড গার্ড মো. সোহরাব আলী। বিষয়টি সে আমাকে জানালে আমি পুলিশকে দ্রুত অবগত করি।’

পরে পুলিশও দ্রুত ঘটনাস্থলে আসে। এ ছাড়া গার্ডের চিৎকারে স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই একজনের সঙ্গে আরও লোক ছিল।

ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে তৎক্ষণাৎ একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্ত পালিয়ে যায়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তকাজ চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

মোহনগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে ৩ জনের কারাদণ্ড

দুর্গাপুরে পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ