হোম > সারা দেশ > ময়মনসিংহ

রং-তুলি নিয়ে বসন্ত বরণের প্রস্তুতি নিচ্ছেন জাককানইবির চারুকলার শিক্ষার্থীরা

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রং-তুলি হাতে নিয়ে ব্যস্ত সময় পার করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। কেউ প্লাস্টিকের পাত্রে রং তৈরি করছেন, কেউবা সেই রং দিয়ে রাঙিয়ে তুলছে ক্যাম্পাসের আঙিনা। লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের তুলিতে তৈরি করা হচ্ছে দেয়ালচিত্র, রঙিন হচ্ছে ক্যানভাস। 

আগামীকাল মঙ্গলবার বসন্ত বরণকে কেন্দ্র করে রং-তুলির আঁচড়ে ক্যাম্পাসকে রাঙিয়ে তুলছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে গ্রামীণ আবহকে তুলে ধরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চটি সাজানো হচ্ছে দু’পাশে কলা গাছ, কিছু মৌমাছিসহ মৌচাক, কোকিল পাখি ও বিভিন্ন ফুল দিয়ে। এ ছাড়া স্টল থাকবে বিভিন্ন ধরনের পিঠাপুলি। অনুষ্ঠানে আগত সবাই বিভিন্ন গ্রামীণ লোকজ পোশাক পরে আসবেন। 

এ বিষয়ে চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাহাদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগটিতে সব সময় বিভিন্ন অনুষ্ঠান হয়। এ বিভাগের সবাই সংস্কৃতিমনা। প্রথমবারের মতো আমরা চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বসন্ত উৎসবের আয়োজন করছি। এতে গ্রামীণ আবহকে তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে সবাই গ্রামীণ পোশাক পরিধান করবেন। আমাদের প্রস্তুতি কার্যক্রম আজ সোমবার রাতের মধ্যে শেষ হবে।’ 

চারুকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ কুমার দাস সাগর বলেন, ‘বিভাগের নবীন শিক্ষার্থী হিসেবে এ রকম আয়োজনে অংশগ্রহণ করা আসলেই আমার জন্য নতুন অভিজ্ঞতা।’ 

এরই মধ্যে রং-তুলি ও ফুলে ফুলে সেজেছে পুরো ক্যাম্পাস। রং-বেরঙের ফুল আর পাখির কলতান মনে করে দিচ্ছে বসন্ত এসে গেছে। বাতাসে ফুলের সমীরণ জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। শীতের আড়মোড়া কেটে প্রকৃতি সতেজ হতে শুরু করেছে। 

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন