বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক মোস্তাইন কবীর সোহেলের (৪৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগের অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেল ত্রিশাল উপজেলার চরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক।
ড. শহীদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে বাজার করার উদ্দেশে বাসা থেকে বের হন সোহেল। এরপর নিজ অফিস কক্ষে তাঁর ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা আসি। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। দুটি সুইসাইড নোট ও মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে সেখানে কী লেখা আছে তা আমাদের বলেনি পুলিশ।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এমন ঘটনা সত্যি দুঃখজনক।’
মোস্তাইন কবীরের বাবা আব্দুল মতিন বলেন, ‘ছেলে গত ১৬ ডিসেম্বর বাড়িতে গিয়েছিল। তখন সে বলেছিল কিছুটা ঋণের চাপে আছে। কিন্তু এমন যে হবে সেটা কখনো ভাবিনি।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। সেখানে দুটি নোট ও মোবাইল পাওয়া যায়। তদন্তের স্বার্থে সেখানে কী লেখা এখন বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।’