হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবে দেয়াল ধসে বাংলাদেশি যুবকের মৃত্যু 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

সৌদি আরবে ভবনের দেয়াল ধসে আবুল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৌদি আরবের তায়েফ শহরের কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তায়েফ শহরের নির্মাণাধীন একটি ভবনের বৈদ্যুতিক কাজ করার সময় দেয়ালের একটি অংশ ধসে চাপায় পড়ে গুরুতর আহত হন তিনি। 

মৃত আবুল হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের দক্ষিণপাড়া মহল্লার কেরামত আলীর ছেলে। 

আবুল হোসেনের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী শিফা আক্তার ও সৌদিপ্রবাসী মৃতের ভাতিজা মো. জাহাঙ্গীর আলম। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল হোসেন ৪ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানের তায়েফ শহরে বৈদ্যুতিক সংস্থাপনের কাজ করতেন। এক বছর আগে দেশে এসে আবারও সৌদি আরবে ফিরে যান। বৃহস্পতিবার দুর্ঘটনায় গুরুতর আহত হন। চার দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহাঙ্গীর আলম মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল ছেলেটি এক দুর্ঘটনায় মারা গেছে বলে আমি শুনেছি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নিয়েছি।’ 

মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল খায়ের বাবুল বলেন, ‘দুর্ঘটনায় নিহত যুবক আমার প্রতিবেশী। গত বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে মৃত্যু হয়েছে। তার পরিবার মরদেহ দেশে আনার চেষ্টা করছে বলে শুনেছি।’

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে মারধর: শাস্তি পেলেন ছাত্রলীগের ১৬ নেতা-কর্মী

ময়মনসিংহে পিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত

ত্রিশাল বাসস্ট্যান্ড: অবৈধ যান ও বাজারে যানজট মহাসড়কে

দাবি না মানলে ২৮ জানুয়ারি ট্রেন বন্ধ করে কর্মবিরতি

শেরপুরের মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে

ময়মনসিংহে ডিসি কার্যালয় ঘেরাও অটো চালকদের

৫ আগস্টের ঘটনায় উত্তরার হত্যা মামলায় আসামি বকশীগঞ্জের লোকজন, চাঁদাবাজির অভিযোগ

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

সেকশন