জামালপুরের বকশীগঞ্জে সাইক্লোন শেল্টারের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম শহিদুল ইসলাম (৫০)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার হেল্লাবাড়ী এলাকার গোলজার আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে বন্যা আশ্রয়ণ প্রকল্পের আওয়ায় তিনতলা সাইক্লোন শেল্টার ভবনের নির্মাণাধীন কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় শহিদুল ইসলাম কাজ করতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।