আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারির ময়মনসিংহের মাহফিল থেকে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত থানায় শতাধিক মোবাইল চুরির জিডি লিপিবদ্ধ করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মাহফিলে মোবাইল চুরির ঘটনায় বিকেল ৪টা থেকে ভুক্তভোগীরা একের পর এক থানায় সাধারণ ডায়েরি করছেন। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত শতাধিক মোবাইল চুরির ঘটনায় জিডি হয়েছে। এর মধ্যে বেশির ভাগ পুরুষের মোবাইল খোয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
থানায় সাধারণ ডায়েরি করতে আসা আবদুল হক বলেন, ‘মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনতে নেত্রকোনার মদন থেকে আসি। হঠাৎ পাঞ্জাবির পকেট থেকে মোবাইলটা খোয়া যায়। প্রায় ৪০ হাজার টাকা দিয়ে স্যামসাং মোবাইলটি ক্রয় করেছিলাম, এমনটি হবে ভাবতে পারিনি। তাই মোবাইল উদ্ধারে জিডি করেছি।’