হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটের ২ স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

এক বছর বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাটের দুটি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। 

এ সময় হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান, গোবরাকুড়া কড়ইতলি স্থলবন্দরের পরিচালক মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া, কড়ইতলি গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী জহির প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনের পর মাহমুদুল হক সায়েম বলেন, ‘আমরা হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে নতুনভাবে সাজাচ্ছি। স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি চালু থাকলে আমাদের ব্যবসায়ীরা লাভবান হবেন। বন্দরে আমাদের সীমান্ত হাট করার পরিকল্পনা রয়েছে। এখন শুধু কয়লা আমদানি করা হচ্ছে।’ 

মাহমুদুল হক আরও বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ বন্দরটি পুরোপুরি চালু হলে দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা তৈরি হবে বলে জানান তিনি।

 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন