হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান রিপন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটায় এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্র নান্দাইল পৌরসভার কাকচর গ্রামের আব্দুল সামাদের ছেলে। তিনি স্থানীয় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ (শুক্রবার) বিকেলের দিকে মাহমুদুল হাসান রিপন (১৮) বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বিকেল ৫টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের চামটায় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হন রিপন। এ সময় তার বন্ধুরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহতের চাচাতো ভাই মাসুদ রানা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সে পরিবারের সবার ছোট ছেলে।’ 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত্যুর সংবাদটি শুনেছি। ছেলেটি বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।’

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন