Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান রিপন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটায় এ ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্র নান্দাইল পৌরসভার কাকচর গ্রামের আব্দুল সামাদের ছেলে। তিনি স্থানীয় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ (শুক্রবার) বিকেলের দিকে মাহমুদুল হাসান রিপন (১৮) বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বিকেল ৫টার দিকে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের চামটায় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হন রিপন। এ সময় তার বন্ধুরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহতের চাচাতো ভাই মাসুদ রানা মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সে পরিবারের সবার ছোট ছেলে।’ 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মৃত্যুর সংবাদটি শুনেছি। ছেলেটি বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।’

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার