হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে বড়ভাই ‘মারধর’ করায় বোনের ‘আত্মহত্যা’

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বড়ভাই ‘মারধর’ করায় সুলতানা আক্তার মীম (১৮) নামের এক তরুণী ‘আত্নহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ভাই মামুনকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা–পুলিশ। নিহত সুলতানা আক্তার মীম বিন্দুরচর গ্রামের আবু সাঈদ ও মমতাজ বেগমের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায় ৭ মাস পূর্বে উপজেলার ডাংধরা ইউনিয়নের পূর্ব বিন্দুরচর গ্রামের আবু সাঈদ আলীর মেয়ে সুলতানা আক্তার মিম পালিয়ে বিয়ে করে ওই ইউনিয়নের বেপারীপাড়ার এক ছেলেকে। পারিবারিকভাবে সে বিয়ে মেনে না নেওয়ায় বিয়ের দুই মাস পরে দুপক্ষের সম্মতিতে তাঁদের মধ্যে তালাক হয়। কিন্ত সুলতানা আক্তার মিম তালাকের পরেও তাঁর সাবেক স্বামীর সঙ্গে লুকিয়ে মোবাইল ফোনে কথা বলত। 

বিষয়টি পরিবার জানতে পেরে তাঁকে মোবাইল ফোনে কথা বলতে নিষেধ করে। কিন্ত সুলতানা আক্তার মিম পরিবারের নিষেধ অমান্য করে কথা বলতে থাকেন। এর একপর্যায়ে বুধবার বড়ভাই মামুন তাঁকে মোবাইলে কথা বলতে দেখে মারধর করেন। এতে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন মীম। 

নিহত সুলতানা আক্তার মিমের মা মমতাজ বেগম বিমলা আজকের পত্রিকাকে জানান, ‘বড়ভাই মামুন শাসন করায় মেয়েটা অভিমানে আড়ালে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।’

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর আজকের পত্রিকাকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ভাইকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন