হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২, আহত ২

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে দুর্ঘটনাকবলিত ইজিবাইক। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের ইজিবাইকচালক রহমত উল্লাহ্ (৪৬), পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে হাবিব উল্লাহ্ (২২)। আহতরা হলেন ইজিবাইকের যাত্রী আব্দুস সালাম (৬০) ও নেজাতুল ইসলাম (২৫)। আব্দুস সালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এবং নেজাতুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি বলেন, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক উদ্ধার করা হলেও বাসচালক পালিয়ে গেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরোনো বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঝালুয়ার দিকে যাচ্ছিল ইজিবাইক। মৎস্য খামারের পাশে আসতেই বিপরীতমুখী দ্রুতগতির বাস চাপা দেয় ইজিবাইকটিকে। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের চালক রহমত উল্লাহ্ ও তিনজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে মমেক হাসপাতালে পাঠানো হয়। সড়কের মাঝপথে হাবিব উল্লাহ্ ও মমেক হাসপাতালে রহমত উল্লাহ্ মারা যান। নেজাতুল ইসলামের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান মমেক হাসপাতালের চিকিৎসকেরা।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন