Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। স্ত্রী নার্গিস আক্তার (৩৫) ঘটনাস্থলে এবং স্বামী ইমাদুল হোসেন (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে। ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলার ত্রিশাল-বালিপাড়া রোডের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

বালিপাড়াগামী মোটরসাইকেল (কুষ্টিয়া-ল-১২-৭৪৫৯) ও ত্রিশালগামী বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২৪-১০-৫৫) এই মুখোমুখি সংঘর্ষ হয়। 

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ইমাদুল হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার গাছের দিয়ার টলটলিপাড়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে। তিনি স্ত্রীসহ ঢাকার কোনাবাড়ী থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ময়মনসিংহের নান্দাইল যাচ্ছিলেন। যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।' 

অধিগ্রহণের জমিতে ঘর-দোকান

ময়মনসিংহে হাইড্রোজ ও ইউরিয়া মিশিয়ে ভাজা হচ্ছে মুড়ি

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট