হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাঁতরে ব্রহ্মপুত্র পাড়ি দিতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

প্রতিনিধি

দেওয়ানগঞ্জ (জামালপুর): গরুর জন্য ঘাসের বোঝা নিয়ে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পাড়ি দিতে গিয়ে ইসমাঈল হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার (২০ মে) দুপুর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ইসমাঈল হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাংগার গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন জানান, গতকাল শনিবার বেলা আনুমানিক ১টার দিকে ইসমাইল হোসেন গরুর জন্য ঘাস আনতে যান। ঘাসের বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পাড়ি দিতে গেলে তিনি স্রোতে তলিয়ে যান। এলাকাবাসী তাঁর তলিয়ে যাওয়া স্থানসহ নদের বিভিন্ন স্থানে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

পরে এলাকাবাসী খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। চার ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে রাত বেশি হয়ে যাওয়ায় এবং নদের স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে ব্রহ্মপুত্র নদে আবারও উদ্ধার অভিযান শুরু করে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃদ্ধ ইসমাঈল হোসেনের নিখোঁজের খবরটি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন