হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোট কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে আগামীকাল শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কেন্দ্রে ভোট হবে।

গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান।
 
স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। 

ভোট পুনর্গণনা, অবৈধ ফলাফল বাতিল ও ভোট পুনঃ গ্রহণের দাবিতে ৮ জানুয়ারি সিইসিকে চিঠি দেন স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। তাঁর অভিযোগ—১৭, ২১, ২৩, ৩২, ৩৬, ৩৯ ও ৪০ নম্বর কেন্দ্রসহ ২০ থেকে ২৫টি কেন্দ্রে অনিয়ম হয়েছে। অভিযোগের সঙ্গে তিনি ভিডিও ফুটেজ, ছবি ও জব্দকৃত ব্যালট পেপার জমা দিয়েছেন বলে উল্লেখ করেছেন। তবে তাঁর এসব অভিযোগ কমিশন আমলে নেয়নি বলে জানা গেছে। 

এই আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ হাসান অনু ৯ হাজার ২২৬ এবং নাজনীন আলম ২ হাজার ২৫০ ভোট পেয়েছেন।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন