Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঈশ্বরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদরে অবস্থিত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং এক্স-রে টেকনিশিয়ান না থাকায় সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুম এবং বুডা ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান না থাকায় ওই প্রতিষ্ঠানেরও এক্স-রে রুম সাময়িক সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়াও ভূমিকা মেডিকেল সার্ভিস সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় সিলগালা করে দেওয়া হয় এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ওইটার মাইক্রোস্কোপ নামে একটি রোগ নির্ণয় যন্ত্র জব্দ করা হয়। পরবর্তী দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করে এবং নতুন রিএজেন্ট এনে মাইক্রোস্কোপটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেরত নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানান, উপজেলায় ১৫ টির মতো ডায়াগনস্টিক সেন্টার আছে। তার মধ্যে ৫টি প্রতিষ্ঠানের (নবায়নকৃত) লাইসেন্স পাওয়া যায়। বাকি ১০ টির মধ্যে ৭ টির লাইসেন্স আছে তবে নবায়নকৃত নয়। আর ৩টি প্রতিষ্ঠান একেবারেই লাইসেন্সবিহীন।

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করা হয়েছে। এ দিকে নবায়নকৃত ছাড়া ডায়াগনস্টিক সেন্টারগুলোকে পয়লা জুলাইয়ের মধ্যে লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান। 

অভিযান পরিচালনার সময় টিএইচওর সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার আহমেদ ফয়সাল, ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) সাদী মোহাম্মদ প্রমুখ। 

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

ইঞ্জিনে আগুন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মাছি দমনে ‘ফ্রুট ফ্লাই ট্র্যাপ’

মোবাইল নম্বর হ্যাক, ইউএনও পরিচয় দিয়ে ১৫০০ টাকা দাবি

হাট ইজারায় কোটি টাকায় সমঝোতা

জনস্বাস্থ্যের প্রকল্পে দুর্নীতি: জামানতের ৫ গুণ বেশি আদায়

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার