প্রতিনিধি, ময়মনসিংহ
ময়মনসিংহে এক অসহায়কে ঘর বানানোর জন্য দুই বান টিন ও ৩টি টুয়া দিল ফেসবুক গ্রুপ 'ভালোবাসার বন্ধন'। শনিবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর ১ নম্বর ওয়ার্ডে আমিন বাজার এলাকায় এই টিন বিতরণ করা হয়।
ফেসবুক গ্রুপ ভালোবাসার বন্ধনের অ্যাডমিন জয়নাল আবদিন বলেন, ১ নম্বর ওয়ার্ডের আমিন বাজারের আসাদ মিয়াকে ঘর তৈরির জন্য ২ বান ঢেউটিন ও ৩টি টুয়া তুলে দেওয়া হয়েছে। এই গ্রুপ সব সময় অসহায় মানুষের পাশে থাকবে। আপনারও কেউ যদি মানুষের জন্য কাজ করতে চান। তাহলে আমাদের পাশে থাকতে পারেন।
টিন বিতরণের সময় ভালোবাসার বন্ধন ফেসবুক গ্রুপের সকল মডারেটর উপস্থিত ছিলেন।