হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাঁতরে ব্রহ্মপুত্র পাড়ি দিতে গিয়ে যুবক নিহত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পাড়ি দিতে গিয়ে ফয়সাল আহমেদ চয়ন (২৮) নামের এক যুবক নদীতে ডুবে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদ সাঁতরে নদীর ওপারে যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে মারা যান তিনি। 

চয়ন উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সোহেল জানান, আজ দুপুরে আমি, চয়নসহ কয়েকজন বন্ধু নদীতে গোসল করতে যাই। গোসলের একপর্যায়ে সাঁতরে নদের ওপারে চলে যাই। এ সময় চয়ন সাঁতরে আমাদের পেছনে পড়ে যায় এবং মাঝ নদীতে আসার পরে ওর চিৎকার শুনতে পাই। পরে দেখি চয়ন নদীতে তলিয়ে যাচ্ছে। এ সময় আমি ও আমার বন্ধুরা নৌকা নিয়ে দ্রুত চয়নের তলিয়ে যাওয়া জায়গায় আসি। চয়নকে উদ্ধারের জন্য সেখানে রশি ও বাঁশ ফেলা হয়। খবর পেয়ে গ্রামবাসীরাও ছুটে এসে জাল ফেলে চয়নকে খোঁজার চেষ্টা করে। পরে প্রায় দেড় ঘণ্টা জাল ফেলে খোঁজার পরে মৃত অবস্থায় চয়নের মরদেহ জালে উঠে আসে। 

স্থানীয় বাসিন্দা কাজী লুৎফর রহমান জানান, চয়নের নদীতে ডুবে যাওয়ার খবর জানতে পেরে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবরটি জানাই। পরে তারা আসার আগেই চয়নের মরদেহ পাওয়া যায়। 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, ঘটনাটি অবগত হয়েছি। ইতিমধ্যে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। 
 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন