Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

কানুরামপুর-ত্রিশাল সড়কে বাস সার্ভিস চালু

প্রতিনিধি

কানুরামপুর-ত্রিশাল সড়কে বাস সার্ভিস চালু

নান্দাইল: কানুরামপুর-ত্রিশাল সড়কে শালবন বাস সার্ভিস চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কানুরামপুর খেলার মাঠে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সম্পাদক আফম শামছুল আলম তালুকদার এ কার্যক্রমের উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি তুহিন বলেন, নান্দাইল উপজেলায় কোনো বাস টার্মিনাল নেই। কানুরামপুরকে উপজেলার কেন্দ্রীয় টার্মিনাল করা হবে। শালবন বাস সার্ভিস চালু হওয়াতে এ উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী উপজেলার যোগাযোগ সহজ হবে। আমার এলাকার জনগণ অল্প খরচে ত্রিশাল যাতায়াত করতে পারবে।

উদ্বোধনী বক্তব্যে আফম শামছুল আলম তালুকদার বলেন, ‘বাস সার্ভিস চালু হওয়ার পেছনে এমপি মহোদয়ের অবদান সবচেয়ে বেশি। জনগণ এখন অল্প সময়ে অল্প টাকায় যাতায়াত করতে পারবে। শালবন বাস সার্ভিস কানুরামপুর টু ত্রিশাল ভায়া ময়মনসিংহ সড়কে চলাচল করবে।’

মামুন আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘বাস চালু হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। সিএনজিতে ত্রিশাল গেলে ৬০ টাকা ভাড়া লাগত, এখন তো ২০ টাকা দিয়ে ত্রিশাল যেতে পারব। বাস চালু হওয়াতে এমপি এবং বাস সার্ভিস কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।’

বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, যুবলীগ সভাপতি আবু বক্কর ছিদ্দিক বাহার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু, বিশিষ্ট সাংবাদিক বাবু প্রদীপ ভৌমিক, মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোয়াজ্জেমপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি শাহজাহান কবির। এ সময় উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ ও মোটরযান শ্রমিক–কর্মচারীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন মোয়াজ্জেমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল ইসলাম।

নেত্রকোনায় যুবককে বাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য

ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ রোজা শুরু

মাদারগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬

অবশেষে ‘জীবিত হলেন’ সুরধ্বনী, পাবেন ভাতা