হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে লায়লা বেগম (৩৮) নামের এক সৌদিপ্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁর শ্বশুরবাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়ায় এই ঘটনা ঘটে। তবে তাঁর পরিবারের সদস্যদের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে।

লায়লার স্বজনদের অভিযোগ, এ ঘটনায় থানায় হত্যা মামলা করতে চাইলেও পুলিশ হত্যা মামলা নেয়নি। তবে অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রায় ২০ বছর আগে রকিবুল ইসলামের সঙ্গে লায়লা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৩টার দিকে লায়লার দুই বছরের মেয়ে কান্না করতে থাকে। কান্না শুনে তাঁর শ্বশুর রফিকুল ইসলাম ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে লায়লাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

তবে লায়লার পরিবারের সদস্যরা দাবি করছেন, তাঁকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। লায়লা বেগমের বড় ভাই ইয়াকুব আলী বলেন, ‘বোনকে হত্যা করেছে তার শ্বশুর-শাশুড়িসহ পরিবারের লোকজন। আমরা সকালে খবর পেয়েছি। গিয়ে দেখি, ঘরের বারান্দায় লাশ পড়ে রয়েছে। আমরা হত্যা মামলা করার জন্য অনেকবার বলেছি, কিন্তু পুলিশ হত্যা মামলা নেয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী অবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেকশন