নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে পুকুরে ডুবে মো. আবির (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কিসমত বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবির ওই গ্রামের প্রবাসী জুলহাস উদ্দিন মাসুদের পুত্র। সে স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে পড়ত।
পরিবার জানায়, আবির বাড়ির পাশে খেলতে গিয়েছিল। সেখানে নতুন খনন করা পুকুরে পড়ে ডুবে যায় সে। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাকে না পেয়ে খুঁজতে শুরু করে। এসময় পুকুরে তার জুতা ভাসতে দেখা যায়। পুকুরে তল্লাশি চালিয়ে ডুবন্ত শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
নিহত আবিরের চাচা রেদওয়ান উদ্দিন রিফাত জানান, আবির খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজি করে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবির পুকুরেই মারা গেছে।