
১৯৭১ সালে সাহসী যুবক নুরুল হক ফকির ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। ছিনিয়ে আনেন দেশের স্বাধীনতা। এরপরে আর বিয়ে করার ইচ্ছা জাগেনি তাঁর। এভাবেই কেটে গেছে ৭৮ বছর। তবে জীবনের গোধূলি লগ্নে এসে বিয়ে করলেন ৪০ বছরের এক বিধবা নারীকে।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকিরের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ২টার দিকে তিনি বিধবা মিনা আক্তারকে (৪০) বিয়ে করেছেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। মিনা আক্তার পাশের কেন্দুয়া উপজেলার সোহাপুর গ্রামের মৃত গোলাপ মিয়ার স্ত্রী।

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ফকির জানান, ‘বয়সে বেড়েছে। এখন চলতে পারি না। আমাকে দেখাশোনা করার জন্য একজন সঙ্গী প্রয়োজন। তাই নিজের ইচ্ছাতেই বিয়ে করতে রাজী হয়েছি।’
বিয়ের সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির, মুক্তিযোদ্ধা শামছুজ্জামান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মাস্টার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আলী হোসেনসহ দুই পরিবারের লোকজন।