Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

মূল জাতীয় দলে জায়গা পেলে আমার মায়ের স্বপ্নপূরণ হবে: সাফজয়ী অধিনায়ক আসিফ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

মূল জাতীয় দলে জায়গা পেলে আমার মায়ের স্বপ্নপূরণ হবে: সাফজয়ী অধিনায়ক আসিফ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এতে জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-২০) শিরোপা জয়ী অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন, ‘আমার তো বাবা নেই। তিন বছর বয়সের বাবা মারা যান। তখন থেকে আমার মা অনেক কষ্টে আমাকে বড় করেছে। আজকে আমি যা হয়েছি, যা পেয়েছি সব আমার মায়ের কল্যাণে। আমার মায়ের স্বপ্ন, আমি জাতীয় মূল দলে খেলব। যদি সুযোগ পাই, দলের জন্য, দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু এনে দিতে পারব।’ 

আজ রোববার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন আশরাফুল হক আসিফ। 

আসিফ বলেন, ‘আমি তো বাবাকে পাইনি। বাবার আদর-স্নেহ কেমন হয় আমি তো জানি না। তবে বাবার সেই অভাব পূরণ করেছে আমার বটবৃক্ষ বড় ভাই আরিফুল হক। ছোট্ট জীবনে তাঁর অবদানও কোনো অংশে কম নয়। আমি জাতীয় মূল দলে খেলব—এটি তাঁরও স্বপ্ন।’ 

আসিফ আরও বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার সব সহকর্মীদের (অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়) প্রতি। কেন না, বাংলাদেশ জাতীয় ফুটবল (অনূর্ধ্ব-২০) দলের প্রতিনিধিত্ব করাটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমার সব সহকর্মী তাঁদের সর্বোচ্চটা দিয়ে খেলার কারণে আমাকে তেমন চাপ নিতে হয়নি।’

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. এহছানুল হক, সিনিয়র সহসভাপতি মো. জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল হক, কোষাধ্যক্ষ মো. ইসহাক মিয়া, সদস্য রাকিবুল ইসলাম শুভ, শরীফুল আলম ও মো. শফিউল্লাহ। 

এর আগে সম্প্রতি আসিফের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল (অনূর্ধ্ব-২০) নেপালকে হারিয়ে শিরোপা জয় করে। আসিফের অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো শিরোপা জয় করে।

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, মালিকের লাখ টাকা জরিমানা

ব্যাংকের এমডি দুলাভাইয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, সাজাপ্রাপ্ত শ্যালক জেলে

৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় যুবককে বাজার থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নকলা উপজেলা পরিষদের কর্মচারীর ‘কেলেঙ্কারি’: এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, অফিসও করছেন

শেরপুরে বিএনপি নেতা বাদল হত্যায় গ্রেপ্তার ৩

গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

জামালপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, বাসে আগুন

লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য