হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাদশা মিয়া (২৮) নামে এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে হালুয়াঘাট থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া-বড় দাসপাড়া সড়কের ব্রিজসংলগ্ন এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ইজিবাইকচালকের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বালিচান্দা গ্রামে। তিনি একই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় ইফতার শেষে জীবিকার তাগিদে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন বাদশা মিয়া। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। এদিকে আজ সকালে উপজেলার আতকাপাড়া এলাকার একটি ব্রিজসংলগ্ন রাস্তার পাশে এক যুবকের গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পকেটে থাকা ইজিবাইকের ব্যাটারির রসিদ দেখে স্বজনেরা খবর পেয়ে থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান।

এ ব্যাপারে ওসি শাহিনুজ্জামান খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনিয়ে নিতেই এ ঘটানো ঘটেছে। চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন