Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

এবার ৫৫০ টাকায় মাংস বিক্রি শুরু করল ময়মনসিংহ সিটি করপোরেশন

ময়মনসিংহ প্রতিনিধি

এবার ৫৫০ টাকায় মাংস বিক্রি শুরু করল ময়মনসিংহ সিটি করপোরেশন

ময়মনসিংহ জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তরের পর এবার নগরীতে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের মধ্যে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে সিটি করপোরেশন। বাজার মূল্যের চেয়ে ২০০ টাকা করে কম দরে জন প্রতি ১ কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে। সপ্তাহে দুদিন এই কার্যক্রম চলবে। কম মূল্যে মাংস কিনতে ভিড় করছেন সাধারণ মানুষেরা। 

আজ সোমবার সকালে নগরীর টাউন হলে প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে ময়মনসিংহ সিটি করপোরেশন সাশ্রয়ীমূল্যে গরুর মাংস বিক্রি শুরু করেছে। 

কম মূল্যে মাংস কিনতে দীর্ঘ লাইনে দাঁড়ান পুরুষের পাশাপাশি নারীরাও। ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয়ী মূল্যে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। এর আগে গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ভর্তুকি মূল্যে ৫৫০ টাকা কেজিতে গরুর মাংস এবং এক ডজন ডিম ১০০ টাকায় বিক্রি শুরু করে জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর। 

মাংস ক্রেতা সাইদুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে সপ্তাহে দুদিন ময়মনসিংহ জেলা প্রশাসন এবং প্রাণীসম্পদ অধিদপ্তর যৌথ উদ্যোগে সাশ্রয়ীমূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রি কার্যক্রম শুরু করে। এবার সেই উদ্যোগটি শুরু করল ময়মনসিংহ সিটি করপোরেশন। তাদের কাছ থেকেও কেজি প্রতি ৫৫০ টাকা দরে মাংস কিনেছি। এতে আমরা সাধারণ মানুষ যারা আছি; তারা অনেকটাই উপকৃত হচ্ছি। সপ্তাহে যদি এ কার্যক্রম অন্তত চার দিন চলতো তাহলে মানুষ বেশি করে উপকৃত হতো।’ 

সাহেরা খাতুন নামে এক ক্রেতা বলেন, এ সময়ে কম মূল্যে মাংস বিক্রি করা প্রশংসনীয় কাজ। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য খুব ভালো হয়েছে। এক কেজি মাংস দিয়ে অন্তত দুই থেকে তিন দিন চলবে। 

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রিতে ব্যাপক সাড়া থাকায় ঈদের আগ পর্যন্ত ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে সপ্তাহে দুদিন এ কার্যক্রম করা হবে। প্রথম দিনে একটি ষাঁড়ের ২৭২ কেজি মাংস বিক্রি করা হয়। অনেকে মাংস কিনতে লাইনে দাঁড়িয়েও পায়নি। তাদের মঙ্গলবার সকালে আসতে বলা হয়েছে। সপ্তাহে সোম এবং মঙ্গলবার চলবে মাংস বিক্রি।

ভবনের কাজ ফেলে ঠিকাদার উধাও

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মরিচখেতে মিলল নারীর বিবস্ত্র লাশ

জনগণ সাফার করছে, আগে স্থানীয় সরকার নির্বাচন দিন: ডা. শফিকুর রহমান

যমুনার ভাঙনের মুখে শিক্ষাপ্রতিষ্ঠান, আতঙ্কে নদীর পাড়ের মানুষ

মির্জা আজমের সাবেক এপিএস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদ থেকে সাময়িক বরখাস্ত

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

হত্যা করে লাশ মাটিচাপায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

রওশন এরশাদের ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

আগস্টে হত্যা মামলার সেই বাদীর এবার লাশ উত্তোলনে বাধা, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট