Ajker Patrika
হোম > সারা দেশ > ময়মনসিংহ

মামার জিম্মায় মা হারানো শিশু মেহেদী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মামার জিম্মায় মা হারানো শিশু মেহেদী

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জায়েদা নামের নারী নিহতের জন্য দায়ীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই সময় আহত তাঁর শিশুসন্তান মেহেদীকে মামার জিম্মায় দেওয়া হয়েছে। তবে শিশুটির দাবিদারদের আদালতে আবেদন করে অভিভাবকত্বের বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এই নির্দেশ দেন। 

এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। 
 
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় শশী ইলেকট্রনিকের সামনে গত ১০ মে রাত ১টায় সড়ক দুর্ঘটনা ঘটে। যাতে জায়েদা আক্তার নামে এক নারী মারা যান। আর জায়েদার সঙ্গে থাকা তাঁর শিশু ছেলে আহত হয়ে চিকিৎসাধীন। 
 

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালত কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে–ভালুকা মডেল থানায় দায়েরকৃত মামলাটি সঠিকভাবে তদন্ত করে দায়ী গাড়ি এবং আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত শিশুটির তত্ত্বাবধান ও হেফাজতের জন্য তার মামার নিকট হস্তান্তর এবং শিশুটির অভিভাবকত্ব নিয়ে সংশ্লিষ্ট আদালতে দরখাস্ত দাখিল ও নিষ্পত্তি করার নির্দেশ হয়েছে। 

এতে ময়মনসিংহ ও সুনামগঞ্জের লিগ্যাল এইড কমিটিকে সহযোগিতা করতে বলা হয়েছে। এ ছাড়া নিহতের সুরতাল প্রতিবেদন এবং শিশুটির আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে এই বিষয়ে নেওয়া পদক্ষেপসমূহ প্রতিবেদন আকারে আগামী ২০ মে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

আইনজীবী মনজিল মোরসেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত মামার কাছে দিলেও দাবিদারদের আদালতে আবেদন করে অভিভাবকত্বের বিষয়টি নিষ্পত্তি করতে বলা হয়েছে।’

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১১

পাহারাদারকে হত্যা করে গরুর খামারে লুট

টেলিফোন সংযোগ নেই, বিল এল ১৭ হাজার

বন্ধ সংযোগে ১০ বছর পর বিল ৩৬ হাজার

ভ্রাম্যমাণ আদালতের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১২ ইটভাটামালিকের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করায় নেত্রকোনায় যুবক আটক

বকশীগঞ্জে ৪ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ভাষাশহীদ আব্দুল জব্বার স্মরণে ‘চিরভাস্বর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন

কেন্দুয়ায় ‘মাজারে’ হামলা, ওরস পণ্ড