হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ছবি: প্রতীকী

ময়মনসিংহের ভালুকায় স্বামী মাহফুজুর রহমান সাগর (২২) এবং স্ত্রী রেহেনা আক্তার নুপুরের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্যানে তাঁদের মরদেহ ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। পুলিশের ধারণা, তাঁরা আত্মহত্যা করেছেন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় একই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে স্বামী মাফিজুর রহমান সাগর এবং স্ত্রী রেহেনা আক্তার নুপুর আত্মহত্যা করেছেন। নিহত মাফিজুর রহমান সাগর দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার আব্দুর রশিদের ছেলে। রেহেনা আক্তার নুপুর নেত্রকোনা মদনের দুখু মিয়ার মেয়ে। তাঁরা দুজনই স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।

হুমায়ুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তাঁরা আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে একই সময় উপজেলার কাশর এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে সোনালী আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে। তিনিও স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন